পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন আওরাবের ভারানী এলাকায় অভিযান চালিয়ে বিষযুক্ত চিংড়ি ও বিপজ্জনক উপকরণসহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগের টহল দল।
রবিবার (৩ আগস্ট) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে আন্দারমানিক টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলের সময় সন্দেহজনক একটি নৌকা চিহ্নিত করে। পরে সেটি আটক করে আনদারমানিক ক্যাম্পে নিয়ে আসা হয়।
নৌকাটিতে দুইটি ককশিটের একটিতে বরফ ও অন্যটিতে আনুমানিক ১৫ কেজি কাটালি চিংড়ি পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যায় ৬টি বিষের বোতল এবং একটি বড় রামদা।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “আমরা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছি। কেউ বিষ দিয়ে মাছ বা চিংড়ি শিকার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উদ্ধার হওয়া নৌকা ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
সুন্দরবনের পরিবেশ রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/এমএম