বিদ্যালয়ের ভূমি দখল ও দুর্নীতির অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বিদ্যালয়ের ২ কোটি টাকা আত্মসাৎ ও ২৫ শতক জায়গা দখলের অভিযোগে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সুলতানা মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুর ২ টায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা স্কুলের প্রধান গেটের সামনে এ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন। এ সময় ১৩ জন শিক্ষক, ৭ জন কর্মচারী ও ৪ শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।

মানববন্ধনের আগে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে সুলতানা মল্লিকের ১২ বছরের দুর্নীতি-অপকর্মের প্রতিবেদন দাখিল করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তাঁরা দখলকৃত ভূমি ও আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবিতে আগামী সোমবার সকাল ১১ টায় মানববন্ধন এবং বৃহস্পতিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

মানববন্ধনে বক্তব্যে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ ও সহকারি প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন বলেন, ‘চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিক ও বতর্মান উপদেষ্টা মন্ডলীর সদস্য সুলতানা মল্লিক ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বছর অত্র বিদ্যালয়ের সভাপতি ছিলেন। এ সময় তিনি উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়ের ২৫ শতক জমির উপর নির্মিত ২৫টি দোকান ঘর দখল ও ২ কোটি টাকা আত্মসাৎ করেন। এই জমি ও টাকা ফেরতের দাবিতে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আগামী সোম ও বৃহস্পতিবার আমাদের কর্মসূচি রয়েছে।’

চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি সুলতানা মল্লিক ভূমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ‘আমি কোন দলের সাথে জড়িত নেই। আমি নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। ওই ২৫ শতক জায়গা আমার পিতার। ওটা আমাদের নামে মিউটেশন হয়েছে। খাজনা দিয়ে দাখিলা ও নেওয়া আছে। একটি মহল আমাদের সম্মান নষ্ট করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন