সমাবেশ সর্বদলীয় সংগ্রাম কমিটি

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

জাতীয় সংসদে বাগেরহাটে চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। শনিবার (২ আগস্ট) সকাল ১১ টায় বাগেরহাট খুলনা মহা-সড়কের দশানী ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে বক্তব্য রাখছেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সমন্বয়ক এমএ সালাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, খেলাফত মজলিসের সভাপতি শাইখুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক এস এম সাদ্দাম ও এনসিপির আহবায়ক মোর্শেদ আনোয়ার সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে সিইসির প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় আগামীতে বাগেরহাট অচল করে দেয়ার মত কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন