Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে নির্বাচন কমিশনের প্রস্তাবে চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বাগেরহাট শহরে। বুধবার (৩০ জুলাই) রাত ১০ টায় বাগেরহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে পুরাতন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকাত আলী, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আসাবউদ্দৌলা জুয়েল সহ নেতৃবৃন্দ।

সমাবেশের নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে চারটি আসন করার দাবি জানান। তারা বলেন নির্বাচন কমিশন চারটি আসন পুন:বহাল না করলে বাগেরহাট কে সকল জেলা থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দেন।

সমাবেশ থেকে জানানো হয় বৃহস্পতিবার সকাল ১১ টায় সর্বদলীয় সভা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটির প্রস্তাবে, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এবং বাগেরহাট-৩ (মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা) করা হয়েছে ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন