Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ঋণের বোঝায় দিশেহারা মালিক

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীর ব্যবসায়ী মোঃ রোকন শেখ (৫৫)। জীবিকার তাগিদে এক সময় মানুষের বাড়িতে কাজ করতেন। ভাগ্যবদলের আশায় ১৫ বছর ধরে উপজেলার কালিগঞ্জ বাজারের তিলে তিলে গড়ে তোলেন ‘ইয়াসিন ফ্যাশন’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। দোকানে বিক্রি হতে জামাকাপড়, জুতা, সিটকাপড় ও বিয়ের সামগ্রী। বড় দোকানটিতে কমপক্ষে অর্ধকোটি টাকার মালামাল ছিল। রোজগারের একমাত্র সম্বল ছিল দোকানটি। এই আয় দিয়ে চলত ৪ সদস্যর পরিবার। কিন্তু শুক্রবার (২৫ জুলাই) রাত ১১ টায় আগুনে এক নিমিষেই রোকন শেখের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাঁর মাথায় দুটি ব্যাংক ও তিনটি এনজিও’র ২৮ লাখ টাকার ঋণের বোঝা। মোঃ রোকন শেখ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি গ্রামের মৃত মোঃ গফুর শেখের ছেলে।

কান্নাজড়িত কণ্ঠে ব্যবসায়ী মোঃ রোকন শেখ বলেন, ‘শুক্রবার রাতে দোকান বন্ধ করে সামনেই দাড়িয়েছিলাম। হঠাৎ দেখি দোকানের মধ্যে আগুন জ্বলছে। দোকানের দরজা খুলে ভিতরে ঢুকতে ঢুকতে চারিদিকে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে। পনের বছর ধরে তিলে তিলে গোড়ে তোলা প্রতিষ্ঠানটি এক নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

কালিগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম জানান, রোকনের দোকানটি বাজারের সব চাইতে বড় দোকান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তার কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান জানান, রোকন একজন পরিশ্রমী মানুষ। আগুনে পুড়ে সে নিস্ব হয়ে গেছে। সে ব্যাংক ও এনজিওর দেনাগ্রস্থ হয়ে পড়েছে। এই মুহুর্তে রোকানের সকলের সহযোগিতা প্রয়োজন।

চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।’

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন