২০০৭ সালের এক সকালে পূর্ব সুন্দরবনের গহীন খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন বাগেরহাটের শরণখোলা উপজেলার শরখোলা গ্রামের জেলে মোঃ মাসুম মোল্লার (বর্তমানে বয়স ৪২)। প্রায় ৫০ মিনিট ধরে বনের রাজা বাঘের সঙ্গে ধস্তাধস্তি করে অবশেষে প্রাণে রক্ষা পান তিনি।
ঘটনার সময় তার সঙ্গে থাকা সহযাত্রী জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে তাকে বাঁচান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে সেই দিনের আঘাত এখনো বহন করছেন মাসুম। শরীরে বাঘের থাবার ক্ষতচিহ্ন আজও তার দুঃসহ স্মৃতি হয়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে অক্ষম ও কর্মহীন। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না তিনি। পরিবারটি বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় মাসুম মোল্লার পরিবার সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
‘বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ফিরেছি, এখন অভাব আর অসুস্থতার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছি। একটু সাহায্য পেলে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম।’- বলেন অসহায় মাসুম মোল্লা।
স্থানীয়দের মতে, বনের উপর নির্ভরশীল জেলেদের জন্য আলাদা পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা প্রয়োজন, যাতে এ ধরনের জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকা মানুষরা অন্তত নিরাপদ জীবন পায়।
খুলনা গেজেট/এনএম