Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফকিরহাটে জুলাই পুনর্জাগরণে শপথ

ফকিরহাট প্রতিনিধি

“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের প্রথম পর্বে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জাতীয় সংগীত পরিবেশন, এক মিনিট নীরবতা পালন, শপথ পাঠ ও ‘জুলাই যোদ্ধাসহ’ মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দেশের অগ্রগতির স্বার্থে দুর্নীতি, বৈষম্য ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সবশেষে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন