Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ২

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান (৬০) কে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯ টার দিকে তাঁকে আড়ুয়াবর্নী গ্রামের নিজবাড়ির পাশের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন খান উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের মৃত রতন খানের ছেলে। শনিবার (১৯ জুলাই) তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন খানের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক মামলাসহ দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ুয়াবর্নী গ্রামের নিজ বাড়ির পাশের একটি রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া শুক্রবার (১৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে বড়বাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রোকা শেখ (৫০) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন