Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাই শহীদদের স্মরণে মোংলায় বিএনপির শোক র‍্যালী, আলোচনা ও দোয়া

মোংলা প্রতিনিধি

জুলাই শহীদদের স্মরণে মোংলায় উপজেলা বিএনপির আয়োজনে শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে চিলা ইউনিয়ন বিএনপির আয়োজনে বৌদ্ধমারী বাজারের দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালী বের হয়। র‍্যালীটি বাজার প্রদক্ষিণ করে। পরে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, চিলা ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক কাজল খাঁন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার শেখ, সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহ ও সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার।

প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র-জনতা সবাই রাস্তায় নেমে আসে। তাতেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন।

তিনি আরো বলেন, এই আন্দোলনের পিছনে বিএনপির নামে ১৭ বছরে ১ লাখ ৪৩ হাজার মামলা হয়েছে। তাতে আসামি হয়েছে ৬০ লাখ নেতা-কর্মী। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নামে ১৩৫টি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামেও ৩৫/৩৬টি মামলা হয়েছে। ৪ হাজার ৭৭১জনকে ক্রসফায়ার ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীসহ ১২০৪ জনকে গুম করা হয়েছে। আর জুলাই বিপ্লবে বিএনপির ৪২২জন শহীদ হয়েছেন। সুতরাং জুলাই-আগস্টের আন্দোলনেও বিএনপির ভূমিকা রয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে জুলাই-আগস্টের আন্দোলনে সাধারণ মানুষকে সাথে নিয়ে শেষ পর্যন্ত মাঠে ছিল বিএনপি।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন