Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জামায়াতের মহাসমাবেশকে সফল করতে মোরেলগঞ্জ হতে লঞ্চযোগে কর্মীদের ঢল

মোরেলগঞ্জ প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুথানের সংঘটিত গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশকে সফল করতে বাগেরহাটের মোরেলগঞ্জে নেতাকর্মীদের ঢল। সমাবেশকে কেন্দ্র করে এ উপজেলার জামায়েত ইসলামীর প্রায় আড়াই হাজার নেতাকর্মী লঞ্চযোগে নৌ পথে যাত্রা করেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর থেকেই সমাবেশে যাওয়ার উদ্যোশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়েত ইসলামীর তৃনমুল কর্মীরা দাড়ি পাল্লা প্রতিক, ফেস্টুন ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে আবু হুরায়রাহ দাখিল মাদ্রাসা মাঠে জড়ো হয়। পরে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জামায়েত নেতা অধ্যক্ষ আব্দুল আলীমের নেতৃত্বে ঢাকার উদ্দ্যেশে নৌ-পথে যাত্রায় কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে ৩ তলা বিশিষ্ট রাজদূত লঞ্চে বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্য যাত্রা করেন।

এ সময় উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসাইন, পৌর আমির মাষ্টার মনিরুজ্জামান, জামায়েত নেতা অধ্যক্ষ আলিম, ছাত্র শিবির নেতা শফিউল আজম, জুলাই আন্দোলনে শহীদ মাহফিজুর রহমানের পিতা আব্দুল মান্নান, শিক্ষক নাসির উদ্দিনসহ ১৬টি ইউনিয়ন ও পৌর শহরের হাজার হাজার নেতাকর্মী শনিবার জাতীয় মহা সমাবেশে যোগ দিতে যাত্রা করেন। এ ছাড়াও সন্ধ্যায় সড়ক পথে বাসযোগে এক হাজার নেতাকর্মী ঢাকার রওনা হবার কথা রয়েছে নেতৃবৃন্দরা জানান।

এ মহাসমাবেশকে সফল করার লক্ষে নেতাকর্মীদের উদ্দেশে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের দুঃসাসন আর নির্যাতনের পর সাধারণ মানুষ আজ মুক্তি পেয়েছে। এ সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে যে অনুপ্রেরণ সৃষ্টি হবে। সেই প্রেরণাকে বুকে ধারণ করে বাংলাদেশের মাটিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ বির্নিমানের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন