Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চিতলমারীতে ৫৩৮০ পিচ ইয়াবাসহ আটক ১

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে মো. বাবুল শেখ (৪৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছেন। এ সময় তাঁর কাছ থেকে ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা, নগদ ১১ হাজার ৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, রামদা ও হাতুড়ী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ৬ টায় উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত মো. বাবুল শেখ চরচিংগুড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

মঙ্গলবার দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন এসব নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত মো. বাবুল শেখের বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন, সিমকার্ড, রামদা ও হাতুড়ী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আটকৃত মো. বাবুল শেখকে আদালতে প্রেরন করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন