Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দুবলারচরে অবৈধভাবে মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ আটক ২৭

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা অভিযান চালিয়ে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম ও তিনটি ট্রলারসহ ২৭ জন জেলেকে আটক করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম এই অভিযান পরিচালনা করে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে বনরক্ষীরা দুবলারচরের মেহেরআলী ও ডিপোরখাল এলাকা থেকে তিনটি মাছ ধরার ট্রলার আটক করে। আটক জেলেদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম।

বনরক্ষীরা জানান, আটক জেলেরা সুন্দরবনে প্রবেশ ও মাছ ধরার জন্য কোনো ধরনের বৈধ পাস ও পারমিট নেয়নি। তারা খুলনার কয়রা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বাসিন্দা। আটককৃতদের এবং ট্রলারসহ জব্দকৃত মালামাল আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, “আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা ও প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই সময়কালে কেউ অনুমতি ছাড়া প্রবেশ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন