Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নিখোঁজের একদিন পরে স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পরে সঞ্জয় কর্মকার (৩৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার বিকেল ৫টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ীর পরিবারের দাবি স্ত্রীর মানষিক ভাবে চাপে রাখার কারনে সঞ্জয় আত্মহত্যা করেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খাউলিয়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামের মৃতঃ নারায়ন কর্মকারের ছেলে সঞ্জয় কর্মকার শনিবার ভোর ৫টার দিকে বড় ভাইয়ের সন্ন্যাসীর ভাড়া বাসা থেকে বের হবার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে রবিবার বেলা ৩টার দিকে বড় ভাই নরেশ কর্মকার মোরেলগঞ্জ থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার ২ ঘন্টা পরে গ্রামের একটি বাগান বাড়ির শিরিষ গাছের সাথে ওই ব্যবসায়ী গলায় ফাস লাগানো মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা থানা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে। নিহত সঞ্জয় কর্মকার বানিয়াখালী বাজারে স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

নিহতের বড় ভাই নরেশ কর্মকার ও তার বোন ঝুমুর কর্মকার জানান, গত ৫ মাস পূর্বে তার ছোট ভাই সঞ্জয় কর্মকার এর সাথে ইন্দুরকানি থানার কালাইয়া গ্রামের শিশির ডাকুয়ার মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের এক মাস পরে তার স্ত্রী স্বামীকে ফেলে রেখে পিতার বাড়িতে চলে যায়। এর পর থেকে স্বামীর কাছে তার স্ত্রী ফিরে আসতে অস্বীকৃতি জানায় এবং মামলা দেওয়ার ভয় সহ বিভিন্ন মানষিক চাপ দিতে থাকে। যে কারনে সঞ্জয় মানষিকভাবে ভেঙ্গে পড়ে এবং এ আত্মহত্যা করেছে। তারা এ ঘটনার তদন্ত পূর্বক বিচারের দাবি জানান।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মতলুবর রহমান বলেন, নিহত সঞ্জয় কর্মকারের নিখোঁজের বিষয়ে তার বড় ভাই রবিবার দুপুরে একটি অভিযোগ দায়ের করে অভিযোগে বলা হয়েছে, তার ভাই একজন মানষিক প্রতিবন্ধী। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে বলে এ কর্মকর্তা জানান।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন