Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নেশার টাকার জন্য মাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে নেশার টাকা না পেয়ে গর্ভধারিণী মাকে হত্যা মামলার আসামি ছেলে রাব্বিব খাকি (২৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রাব্বিকে বুধবার (২৫ জুন) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মা লাভলী বেগম (৪৫) কে হত্যার পর সে এতদিন পালিয়েছিল। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

রাব্বি খাকি উপজেলার হিজলা ইউনিয়নের শান্তিাখালী গ্রামের আনোয়ার খাকির ছেলে। নিহত লাভলী বেগম উপজেলার চিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের মেয়ে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, নেশার টাকা ও বিভিন্ন পারিবারিক বিরোধের জের ধরে আসামি রাব্বি খাকির সাথে তার মা লাভলী বেগমের ২০ মে রাতে ঝগড়া হয়। এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিল। ৩১ মে সকাল সাড়ে ৮ টার দিকে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালের কচুরিপানা পরিষ্কার করতে গেলে লোকজন কচুরিপানার নিচে লাভলী বেগমের মৃতদেহ দেখতে পায়। এ ঘটনায় নিহতের বাবা মুনছুর আলী শেখ বাদী হয়ে রাব্বিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন