রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মোল্লাহাটে একই স্থানে আবারও দুর্ঘটনা

মোল্লাহাট প্রতিনিধি

মোল্লাহাটের কাহালপুর একালায় গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল ৩টায় গরু বোঝাই ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন।

একদিন যেতে না যেতেই আজ ২০ জুন (শুক্রবার) সকালে আবার সেই জায়গায় দুর্ঘটনায় পতিত হয় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন।

ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাটের কাহালপুর পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে আজিজ মোল্লার ঘাট নামক স্থানে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে হানিফ পরিবহন প্রায় ৩০ জন যাত্রী নিয়ে রওনা করেন। পথিমধ্যে ড্রাইভার এর অসাবধানতাবশত গাছের সঙ্গে লেগে পরিবহনটি ধাক্কা লেগে দুমড়ে-মুছড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন