Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে মামলা

মোরেলগঞ্জ প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির দুটি গ্রুপের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন নেতাকর্মী আহত ও কাউন্সিল পন্ড হয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দুই গ্রুপ পৃথকভাবে মামলা দুটি দায়ের করেছেন। সোমবার (১৬ জুন) দুপুরে দায়ের করা দুই মামলায় মোট ৫২ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সকলেই বিএনপির নেতাকর্মী।

প্রথম মামলাটির বাদি পুটিখালী ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান শিকদার। এ মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল। এছাড়া আসামি রয়েছে আরও ২৭ জন।

দ্বিতীয় মামলার বাদি হয়েছেন মো. শহিদুল ইসলাম। এ মামলার প্রধান আসামি প্রথম মামলার বাদি খলিলুর রহমান শিকদার। এছাড়াও এজাহার নামীয় আসামি রয়েছে ২৮ জন।

গত রবিবার বেলা ১টার দিকে পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে পন্ড হয়ে গেছে ১৭ বছর পরে আয়োজিত পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। আহত হয়েছে উভয় পক্ষের ২৫ জন নেতাকর্মী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন