Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনা ভাইরাস: সতর্কতা জারি মোংলা বন্দরে

গেজেট ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ফলে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেইটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়াও মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক এবং বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। করোনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভাইরাসের সংক্রমণ রোধ করা যায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে। কারো মধ্যে কোনো করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুইটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন