Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যুবদল নেতার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ২ জন গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি

মোংলা পৌর যুবদল নেতা রাহাত হোসেন মুন্নার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১) জুন তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোহন উদ্দিন মোহন ও বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল ইসলাম মিঠু।

যুবদল নেতা মুন্নার উপরে হামলার ঘটনায় তার স্ত্রী তানজিলা আক্তার স্মৃতি বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা যায় এক নং আসামী এনাম হাওলাদার এর সাথে দীর্ঘদিন যাবত ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল মুন্নার সেই দ্বন্দ্বের কারণেই যুবদল নেতা মুন্নার উপরে সঙ্ঘবদ্ধ হামলা চালায় এনাম বাহিনী।

উল্লেখ্য গত মঙ্গলবার (১০ জুন) সকালে মোংলা পৌর শহরের মেরিন ড্রাইভ রোডে ১৫থেকে ২০ জনের একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুন্নার উপরে হামলা চালায়। এ ঘটনায় মুন্নাকে আশঙ্কাজনক অবস্থায় মংলা থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হয় বর্তমানে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবতল নেতা মুন্না। তার অবস্থা আশঙ্কা জনক অবস্থায় রয়েছে জানাই তার পরিবার।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, যুবদল নেতার উপরে হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৯-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে এ মামলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন