বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে যাত্রীবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টার ম্যানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে বলেশ্বর পরিবহন নামের যাত্রীবাহী বাসের কাউন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীল ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

তিনি বলেন, বলেশ্বর পরিবহন ঈদ উপলক্ষে বাগেরহাট থেকে চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে ১৬শ টাকা ভাড়া আদায় করছিলেন। বিআরটিএ নির্ধারিত মূল ভাড়া ছিল মাত্র ১১শ টাকা। এছাড়া এদিন অন্যান্য পরিবহন কাউন্টারেও অভিযান চালানো হয় এবং দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকে বিআরটিএ নির্ধারিত ভাড়া গ্রহনের জন্য বলা হয়। যাত্রীদেরকেও বিআরটিএ‘র নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না দেওয়ার অনুরোধ করেন অভিযানকারীরা। বাগেরহাট থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৭১০ টাকা এবং চট্টগ্রামের ভাড়া ১১শ টাকা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন