Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোংলায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলা

মোংলা প্রতিনিধি

মোংলা পৌর যুবদলের নেতা রাহাত হোসেন মুন্নার উপর মঙ্গলবার (১০ জুন) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মোংলা পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় সকালে আনুমানিক ৪-৫ জনের একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুন্নার উপরে আক্রমণ করে। এ সময় তারা মুন্নাকে এলো পাথাড়ি কুপিয়ে এবং রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান মুন্নার হাতে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে মুন্নার উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশ ও নৌ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে সি সি ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। খুব দ্রুত সময়ের ভিতরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন