শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে রিজিয়া নাসেরের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা

চিতলমারী প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রিজিয়া নাসেরের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রাণকৃষ্ণ দত্ত ভগো ও চিতলমারী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বাড়ৈ’র উদ্যোগে মঙ্গলবার রাত ৮ টায় মন্দির চত্বরে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অলিপ সাহা কালা, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুবলীগ সদস্য জামাল মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী সনজিৎ হাজরা ও গোবিন্দ কর্মকার প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন