শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে সপ্তাহব্যাপী যুব প্রশিক্ষণের সমাপ্তি

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী ৩৭ জন যুবকের মধ্যে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। সোমবার বিকাল ৪ টায় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান, সাবেক সভাপতি এস এস সাগর ও সাবেক সধারণ সম্পাদক শেখর ভক্ত প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন