Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চিতলমারীতে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকান্ডে আলম শেখ নামে এক ব্যাক্তির বসতঘর পুঁড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১ টার দিকে উপজেলার বড়বাড়িয়া পূর্বপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার বড়বাড়িয়া পূর্বপাড়া গ্রামের আলম শেখের একটি আধা-পাকা বসতবাড়িতে হঠাৎ আগুন আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে ঘরে থাকা নগদ টাকা, ধান চাল, কাপড়-চোপড় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ জামাল শেখ বলেন, ‘সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে। এতে করে আমার নগদ টাকা, ধান, চাল, আসবাবপত্র কাপড় চোপড়সহ প্রায় ১০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিনি আরো বলেন, আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই সব পুড়ে গেছে।

এ ব্যাপারে চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেযে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির সহযোগীতায় আগুন নির্বাপন করতে সক্ষম হই।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন