Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদ্যসের স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার শ্যামবাগাত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেশমা ইয়াসমিন (৪০) উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের এএএম শাহরিয়ার এর স্ত্রী।

নিহত রেশমা ইয়াসমিন একজন গৃহীনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ মে) দুপুরে রেশমা ইয়াসমিন নিজ বাসায় ইলেকট্রিক চুলায় রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, মৃত রেশমা ইয়াসমিনের মরদেহের প্রাথমিক সুরাতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন