Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জে দুই ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব এস এম আল মামুন ও জিউধরা ইউনিয়ন যুবদল নেতা আল-মামুনের ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিচারের দাবিতে বুধবার (৭ মে) বিকেলে ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪ মে সকালে ডুমুরিয়া গ্রামে ছাত্রদল নেতা এস এম আল মামুন ও যুবদল নেতা আল-মামুনের ওপরে পরিকল্পিতভাবে জিএস রিপনের নেতৃত্বে আওয়ামী দোষরা সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এ চক্রটি গত ৫ আগষ্টের পর এলাকায় মৎস্য ঘের দখল, সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে অতিষ্ট করে তুলেছে। এলাকার শান্তিপ্রিয় মানুষ এ চক্রের হাত থেকে মুক্তি পেতে চায়। পাশাপাশি এ হামলা মারপিটের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।

প্রতিবাদ সভায় বক্তাব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মানিক হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজ শেখ, যুবদল নেতা মিজানুর রহমান, ছাত্রদল নেতা এস এম আল মামুন, রাজু হাওলাদার, শাখাওয়াত হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন