Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
সংবাদ সম্মেলনে অভিযোগ

‘মোরেলগঞ্জে বিএনপিকে বিভক্ত করার মিশনে নেমেছে একটি মহল’

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে বিএনপির রাজনীতিকে বিভক্ত করার মিশনে নেমেছে একটি মহল। এ রকম অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়া।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় সন্ন্যাসী বাজারে পানগুছি কনভেনশন সেন্টারের মিলনায়তনে দলীয় নেতা কর্মীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা সেলিম মিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠার শুরুতেই ১৯৭৮ সালের ৮ই সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নিজ হাতে স্বাক্ষরিত প্যাডে একটি আমন্ত্রণপত্রে দলের একজন কর্মী হয়ে বিগত দিন থেকে আজ পর্যন্ত নেতা কর্মীদের পাশে থেকে নিস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নির্যাতনের হাত থেকে দলীয় কর্মীদের রক্ষা করতে ব্যক্তিগত জীবনে অনেক হয়রানির শিকার হয়েছি। তবুও দলের হাল ছাড়িনি। সম্প্রতি সময়ে স্থানীয়ভাবে খাউলিয়া ইউনিয়ন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রভাবে একটি মহল নোংরা রাজনীতির মিশনে নেমেছে। দলীয় কর্মীদের মধ্যে বিভক্তের সৃষ্টি করেছে। তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে তিনি স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে যেন দ্বিধা-বিভক্তি সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্মাদক জামাল হোসেন, শফিক হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাকারিয়া ফরাজী, ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হাওলাদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুছাফকাক্কা, বাদশা মিয়া, সমাজ সেবক আদিব আল মামুন। এছাড়াও ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন