Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পানি নেই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা। শনিবার থেকে গত ৩ দিন ধরে রোগীদের ব্যবহৃত পানি নেই হাসপাতালে। যে কারনে আশপাশের নদী ও পুকুর থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে রোগীদের। সুপেয় খাবার পানি কিনে আনতে হচ্ছে বাহির থেকে। এমন অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে।

এ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম নিজ কর্মস্থালে অফিস করছেন ইচ্ছা মাফিক। স্থানীয়দের অভিযোগ তিনি হাসপাতালে যোগদানের পর থেকে সপ্তাহের বুধবার অফিস করে কর্মস্থল ত্যাগ করে পুনরায় ফিরে আসেন রবিবার।

সর্বশেষ এ কর্মকতা গত সপ্তাহেও মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত নিজ কর্মস্থালে অনুপস্থিত ছিলেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, তার কক্ষের মূল ফটকে ঝুলছে তালা। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. শাহারিয়ার ফাত্তাহ্ বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম স্যার তার ছেলে অসুস্থ্য থাকায় তাকে নিয়ে ব্যাস্ত আছেন।

হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, উপজেলার ১৬টি ইউনিয়নের একটি পৌরসভার প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র মাধ্যম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। হাসপাতালে ডাক্তার সংকটে ২০২২ সাল থেকে অপারেশন বন্ধ, অপারেশন র্থিয়েটারে ঝুলছে তালা। শুধুমাত্র জরুরী বিভাগে ছোট-খাটো কাটা ছেড়া সেলাই ছাড়া হয়না কোন বড় ধরনের অপারেশন, এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বন্ধ, আল্ট্রাসনোগ্রাম কিছুদিন চালু থাকলেও বর্তমানে রয়েছে বন্ধ। এ নিয়ে গোটা হাসপাতলে এখন হ-য-ব-র-ল অবস্থা।

হাসপাতালে মহিলা বেডে চিকিৎসাধীন রোগীরা বলেন, টয়েলেট অপরিস্কার, দূর্গন্ধ, বদনাটাও তলা ফাটা, এগুলো দেখার কি কেউ নেই?। নিজেদের ব্যবহারের পানি নদী ও পুকুর থেকে বোতলে করে এনে ব্যবহার করতে হচ্ছে। খাবার পানি তাও দোকান থেকে কিনে এনে খাচ্ছি।

এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে ব্যবহারের পানি তোলার ৩টি মটারের ২টি মটার অনেকদিন ধরে নষ্ট হয়ে রয়েছে। একটি মটার দিয়ে চালু থাকলেও তাও বর্জ্রপাতে নস্ট হয়ে গেছে। বিকল্প হিসেবে রোগীদের জন্য ২টি ড্রামে সকাল বিকেল পানি রেখে ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, হাসপাতালের রোগীদের সমস্যার বিষয়ে তিনি বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছেন। তাৎক্ষনিক বিষয়টি সমাধানের জন্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মাহাবুবুল আলম বলেন, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম তার ছেলে অসুস্থ্য থাকায়। তাকে নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে, রবিবার সে অফিস করবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন