Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দায়িত্বে অবহেলা: মোরেলগঞ্জে ৯ শিক্ষক বহিস্কার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষায় মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব আবহেলায় ৯ শিক্ষককে ২ বছরের জন্য বহিস্কার করছেন পরীক্ষা পরিচালনা কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন,পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) পরীক্ষার ২য় দিন ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালিন ভিজিলন্স টিম পরিদর্শনকালিন ৩টি কক্ষে ব্যাগের মধ্যে বিষয় ভিত্তি বই, মোবাইল, খাতা টেবিলের ওপর থেকে উদ্ধার করা হয়।

এর ফলে, এসএসসি পরীক্ষা কেন্দ্র নিযুক্ত কক্ষ পরিদর্শকসহ ৯ শিক্ষক দায়িত্ব অবহেলায় ২ বছরের জন্য অব্যহতি প্রদান করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন, চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুম বিল্লাহ, একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিমাই চন্দ্র রায়, জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহনাজ, সহকারি শিক্ষক তাপস মজুমদার, সহকারি শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক সোহেলী পারভিন, একই কক্ষে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কলি দেবনাথ, একই বিদ্যালয়ের নাসির উদ্দিন খান, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সফরুল ইসলাম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন