Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে টাকা ছিনতাই

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সানকিভাঙ্গা গ্রামের এক যুবককে মারপিট করে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর জখমী মো. মাসুম শেখ (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার (৬ এপ্রিল) ওই যুবকের শশুর ময়ানুল খান মঞ্জু বাদী হয়ে শিমুল হাওলাদার সহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগে জানা গেছে, মোরেলগঞ্জ পৌর শহরের সানকিভাঙ্গা গ্রামের হেসেন শেখের ছেলে মো. মামুন শেখ ঘটনার দিন শনিবার রাত ১০ টার দিকে বড় জামুয়া গ্রামের শশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একই গ্রামের শিমুল হাওলাদারের নেতৃত্বে ৬/৭ জনের একটি সংঘবদ্ধদল মামুনকে গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করে গুরুত্বর আহত করে। তার নিকটে প্যান্টের পকেটে থাকা জমি ক্রয়ের ১ লাখ টাকা ১০ হাজার টাকা ও গলায় থাকা একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। আহত ওই যুবক তাৎক্ষনিক ডাকৎচিকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে হামলাকারিদের হাত থেকে আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে। পরে ৯৯৯ এ ফোন দিলে নিকটস্ত পোলেরহাট ফাঁড়ি পুলিশ আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে শিমুল হাওলাদারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন মো. মাসুম শেখ বলেন, হামলাকারি শিমুল এলাকার একজন দুর্ধষ অপরাধী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তার বাহিনী ধারা আমার ওপর হামলার বিচার চাই।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন