Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গাছে ঝুলিয়ে গণধোলাই

গেজেট ডেস্ক

বাগেরহাটের কচুয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গাছে ঝুলিয়ে গণধোলাই দেয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বাঁধাল রঘুদত্তকাঠী এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় ভুট্টা বাগানে শিশুটির বাবা কান্নার শব্দ শুনতে পেয়ে কাছে গিয়ে দেখতে পান তার মেয়েকে ধর্ষণচেষ্টা করছে। এরপর স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করে। এ সময় এলাকাবাসী অভিযুক্তকে ধরে গাছের সঙ্গে পা ঝুলিয়ে বেদম মারপিট করে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে একই এলাকার আলতাফ শেখের ছেলে রিপন শেখকে (২৬) আটক করে নিয়ে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম জানান, শিশুর বাবা বাদী হয়ে কচুয়া থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করে। বিকেলে আটককৃত ব্যক্তিকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন