রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিসি কলেজ ছাত্র নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আল মাহমুদ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের হোমিও চিকিৎসক বেলায়েত হোসেন তালুকদারের ছেলে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় জুবায়েরকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন