Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাগেরহাটে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ফিলিস্থিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) দুপুরে শহরের কেন্দ্রীয় কোর্ট মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জাতীয় ইমাম সমিতির নেতা মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ উল্লাহ আরিফী, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা শাহজাহান, মাও. মাহবুবুর রহমান, সচেতন নাগরিক কমিটি-সুজনের সাধারণ সম্পাদক এসকে হাসিব প্রমুখ।

বক্তারা ফিলিস্তিনের প্রতি ইসরায়েলী বর্বরতার তীব্র নিন্দা জানান। দ্রুত সময়ের মধ্যে এই বর্বরতা বন্ধের আহ্বান জানান। সেই মুসলিম গনহত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘকে এগিয়ে আসার দাবি করেন তারা। এছাড়া তারা ইসরাইল ও ভারতীয় পন্য বর্জনের ঘোষনা দেন মিছিলে অংশগ্রহনকারীরা।

এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় একই ধরনের বিক্ষোভ করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন