Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অস্ত্রসহ হান্নান বাহিনীর ৭ জলদস্যু আটক

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাত জনকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মোংলার পার্শ্ববর্তী উপজেলা রামপাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও তিনটি রামদা জব্দ করে কোস্টগার্ড।

আটক দস্যুরা হলেন- হান্নান শেখ (৬৫), রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), আবু তালেব খান (৪৭), হোসেন আলী শেখ (৫৫) ও হাবিবুর রহমান (৫৫)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় একটি ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, জেলে অপহরণ, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার বাহিনীটি সুন্দরবনে ডাকাতির উদ্দেশে রওনা হলে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার পার্শ্ববর্তী রামপাল খেয়াঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, এ সময় হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখ ও তার ছয় সহযোগীকে আটক করে কোস্টগার্ড। পরে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও তিনটি রামদা জব্দ করা হয়। জব্দ অস্ত্রসহ তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন