Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আগুনে দগ্ধ শিক্ষিকার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে তিথি মন্ডল (২৮) নামে এক স্কুল শিক্ষিকা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মৃত তিথি মন্ডল উপজেলার খড়িয়া গ্রামের চিম্ময় মন্ডলের মেয়ে ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পারিবারি সূত্র জানিয়েছে গত ৫ মাস পূর্বে তিথি মন্ডল রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হন। এতে তাঁর মুখমন্ডলসহ শরীরের একাংশ পুড়ে যায়। এরপর থেকে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, তিথি মন্ডল শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ৫ মাস পূর্বে নিজ বাড়িতে রান্না করার সময় তার মুখ ও শরীরের এক অংশ পুড়ে যায়। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে পরিবারের লোকজন তার রুমের দরজা বন্ধ দেখতে পান। এ সময় ডাকাডাকির পর দরজা না খোলায় পরিবারের লোকজন দরজা ভেঙে দেখতে পান নিজ ব্যবহৃত ওড়না দিয়ে ঘরের জানালার সহিত গলায় ফাঁস দিয়ে তিথি মৃত অবস্থায় ঝুলে আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন