বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে সালাম সরদার (৫০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত বৃদ্ধ নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের মৃত. হাসেম সরদারের ছেলে।

শনিবার বেলা ১১ টার দিকে বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের কবির খানের বাড়ির কাছে খালের চরে পাওয়া যায় তার মরদেহটি। তার মুখে ছোট দাড়ি, পরনে লুঙ্গি ও শীতের কাপড় পরিহিত ছিলো।

তার ভাগ্নি তাছলিমা বেগম জানান, তার মামা সালাম সরদার দীর্ঘদিন ধরে মানসিক ভারস্যম্যহীন রোগে ভুগছিলেন। তার পরিবারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ভাসমান বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। ইতোমধ্যে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন