Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জে কাঠ বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে ২ ঘন্টা ফেরী চলাচল বন্ধ

মোরেলগঞ্জ প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ফেরী পারাপাড়ের সময় কাঠ বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পরে ট্রাকটি ফেরীতে ঝুলন্ত অবস্থায় থাকলে ২ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে। এতে দূর পাল্লার যাত্রীবাহী পরিবহনসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় দুই পাড়েই অপেক্ষায় থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের বারইখালীর ফেরীঘাট এলাকায়।

জানা গেছে, উপজেলার পল্লীমঙ্গল এলাকা থেকে ভোর ৬টার দিকে জালানী কাঠ ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাবার পথিমধ্যে মোরেলগঞ্জের পানগুছি নদীতে বারইখালী ফেরীঘাটে নদী পাড় হওয়ার সময় যান্ত্রিক ত্রুটি ও ঘণ কুয়াশার কারনে ব্রেক ফেল করে ট্রাকটি ফেরী থেকে নদীতে ঝুলে পড়ে দুর্ঘটনার শিকার হয়। যে কারনে দীর্ঘ ২ ঘন্টা সময় ধরে ফেরী পারাপাড়ে সকল দূর পাল্লার পরিবহন যানঝটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যদের সহযোগীতায় ট্রাক দুর্ঘটনায় আটকে পড়া ফেরীটি অন্যত্র সরিয়ে অপর ফেরীটি চলাচলের ব্যবস্থা করে দেয় ফেরী কর্তৃপক্ষ।

দুর্ঘটনা কবলিত ট্রাক ড্রাইভার সবুজ জানান, রাত সাড়ে ৫টার দিকে কাঠ বোঝাই ট্রাক নিয়ে ফেরীতে উঠে চালকের সিটেই তিনি ঘুমিয়ে যান। পরে বিএম লাইনের একটি পরিবহন ফেরীতে উঠে ট্রাকটি সাইট করতে বলেন। ট্রাক সাইট করার সময় নিয়ন্ত্রন হরিয়ে এ দুর্ঘটনা কবলিত হয়।

সড়ক ও জপথের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনেছি। ট্রাকটি উদ্ধার ও ফেরী চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন