বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে আ’লীগ নেতা চেয়ারম্যান বাদশা গ্রেপ্তার

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বদশা মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১৩ জানুয়ারী) প্রথম প্রহরে (রাত ১২টা ৫ মিনিটে) থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্স নিয়ে তাকে উপজেলার নালুয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন। এদিন বেলা ১১ টায় তাকে বাগেরহাট আদলতে প্রেরণ করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাদশা মিয়ার বিরুদ্ধে কয়েকটি মামলা ও বহু সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। বাদী মো. শামীমের দায়েরকৃত ০৪/১১/২০২৪ ইং তারিখের একটি চাঁদাবাজি মামলায় তাকে আদলতে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন