Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক মাসুদ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এশিয়ান টিভির বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামানকে সভাপতি ও বাংলা ভিশনের মোল্লা মাসুদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে নব নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ইয়ামিন আলী। ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর অর্থ্যাৎ ২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলী আকবর টুটুল, যুগ্ন সম্পাদক এস এম আমিরুল হক বাবু, অর্থ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, আইসিটি ও প্রচার সম্পাদক অলিপ ঘটক, নির্বাহী সদস্য তরফদার রবিউল ইসলাম, শওকত আলী বাবু, মোঃ ইয়ামিন আলী, মোঃ আহসানুল করিম, এইচ এম মাইনুল ইসলাম, মোঃ সোহেল রানা।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন