বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মাজার এলাকা থেকে দর্শনার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ) এর মাজার এলাকা থেকে উজ্জল মাতুব্বর (২২) নামের এক দর্শনার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের আসমা বেগমের বাড়ির পাশের ডোবা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উজ্জল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মৃত হান্নান মাতুব্বরের ছেলে। সে গেল দুই দিন আগে মাজারের ওরশ শরীফে আসছিলেন।

মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা জানিয়েছেন উজ্জল মাতুব্বর মৃগী রোগী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন