Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

“দুর্নীতির বিরুদ্বে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন খুলনা-বাগেরহাট মহাসড়কে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, দুদক ও টিআইবি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরি চালক ডা. ফখরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস, দুদক, বাগেরহাটের উপ-পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন, অধ্যাপক চৌধুরি আব্দুর রব প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি শুধু দেশ ও মানুষের ক্ষতি করে না। যে দুর্নীতি করে সেও পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হয়। শুধু সরকারি কর্মকর্তারাই যে দূর্নীতি করে তা নয়, বর্তমানে ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেনিপেশার মানুষ দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। নৈতিকতার জায়গা থেকেও দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে টিআইবি, বাগেরহাটের আয়োজনে দূর্নীতি বিরোধী একটি সাইকেল র‌্যালী বের করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন