বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মোড়েলগঞ্জে বিদেশী অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশী ও বিদেশী অস্ত্রসহ সুমন শেখ(৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষীবাওয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সুমনকে আটক করে।

এসময়, তার বাড়ি থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত একটি সয়ংক্রিয় ব্যাটন স্টিক, দুটি রাম দা, একটি চায়নিজ কুড়াল ও দুটি পাইপ উদ্ধার করেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সুমন শেখের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সুমন শেখের বিরুদ্ধে এর আগেও মোরেলগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন