Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৎস্য ব্যবসায়ীর মৃত্যু

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তরিকুল ইসলাম চোকদার (২৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের ভডাই ব্রীজ সংলগ্ন এলাকায়। রবিবার জোহর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিহত ওই যুবকের চাচাতো ভাই তাওহিদ চোকদার ও তার পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মৎস্য ব্যবসায়ী তরিকুল ইসলাম চোকদার নিশানবাড়িয়া ইউনিয়নের সুন্দরবন বাজার থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি গুয়াতলার কুদঘাটা যাচ্ছিলেন পথিমধ্যে ভডাই ব্রীজ সংলগ্ন এলাকায় স্পীড ব্রেকারের ধাক্কা লেগে পাসেই ব্রীজের পিলারের সাথে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে। পরে পথচারিরা ওই যুবককে দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।

উদ্ধারকৃত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছানের পূর্বেই গুরুত্বর জখমীকে স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হলে হাসপাতালের কতাব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই যুবক গুয়াতলা গ্রামের আব্দুল কুদ্দুস চোকদারের মেঝো ছেলে। সে এলাকায় একজন মৎস্য ব্যবসায়ী।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িতে তাকে নেওয়া হয়নি এম্বুলেন্স যোগে চিকিৎসার তাকে নেওয়া হয়েছে। তার পরিবার জানিয়েছে সে মারা গেছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন