Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাগেরহাটের আইনজীবী শাহিন সিদ্দিকী আর নেই

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের প্রথিতযশা আইনজীবী শাহিন সিদ্দিকী শনিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ৯ টায় সরকারি পিসি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে হরিণখানস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অ্যাডভোকেট শাহীন সিদ্দিকী বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাগেরহাট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

গত ২৮ অক্টোবর ঢাকার স্কয়ার হসপিটালে তার শরীরের হার্টের ভালভ প্রতিস্থাপন করেন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবারো স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়। তিনি বেশ কিছুদিন লাইফ সাপোর্টে ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন