বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জে দুই ক্লিনিককে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

মোরেলগঞ্জ প্রতিবেদক

হালনাগাদ লাইসেন্স না থাকা এবং অনিয়মের অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি বেসরকারি ক্লিনিককে জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। ক্লিনিক দুটি হচ্ছে আরএম আধুনিক হাসপাতাল ও বেগম রোকেয়া হাসপাতাল।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুসাদ্দিক বিল্লাহ তামিম, সায়মন জিয়ন ও সোহাগ খান এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মীষ্ঠা রায় বলেন, হালহানাগাদ লাইসেন্স না থাকা, ডিপ্লোমা নার্স না থাকা, অপোরেশন থিয়েটারে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকা এবং সার্বক্ষণিক চিকিৎসক না পাওয়ায় উপজেলার আধুনিক হাসপাতালকে ২০ হাজার টাকা এবং বেগম রোকেয়া হাসপাতালকে ৫ হাজার টাকা জড়িমানা করেছে উপজেলা নির্বাহি অফিসার নাজমুল ইসলাম। যেখানে বিশেষজ্ঞ হিসাবে অভিযানে উপস্থিত ছিলাম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন