বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
জামায়াতে ইসলামী বাংলাদেশ

মোরেলগঞ্জ উপজেলা বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধি

জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় স্থানীয় অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে ১৬টি ইউনিয়নে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা শিবির (টিসি) অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দারসুল কুরআন পেশ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ খুলনা অঞ্চলের সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁন। বিশেষ অতিথি বাগেরহাট জেলা নায়েবে আমীর রামপাল ও মোংলা আসনের মনোনীত প্রার্থী মাওলানা এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, জামায়াতে ইসলামীর মনোনীত বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষনা সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম।

মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমীর মাওলানা মো. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা রেজাউল করীম, জেলা সেক্রেটারী শেখ মুহাম্মাদ ইউনুস, সহকারী সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, সহকারী সেক্রটারী অধ্যক্ষ মো. আলীম হাওলাদার, পৌর আমির মো. রফিকুল ইসলাম, বারইখালী ইউনিয়ন আমির মো. মহিবুল্লাহ রফিক, যুব বিভাগ সভাপতি মোস্তফা আল মাহমুদ, সাবেক শিবির নেতা শফিউল আজম প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন