শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কচুয়ায় অজ্ঞান করে সাংবাদিকের বাড়িতে চুরি

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। ওই বিষাক্ত খাবার খেয়ে অজ্ঞান হওয়া এক সাংবাদিকসহ ৫ জনকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন, সাংবাদিক শুভংকর দাস বাচ্চু(৪৩), তার বাবা নিকুজ্ঞ দাস (৬৫), স্ত্রী প্রিয়ংকা দাস (২৮), বোন সবিতা দাস(২৪) ও ছেলে ঋতুজিৎ দাস(৪)।

স্থানীয়রা জানান,  রাতের খাবার খেয়ে ওই পরিবারের ৫জন সদস্য ঘুমিয়ে পড়ে প্রতি দিনের মত। রাত ১টার দিকে সাংবাদিকের স্ত্রী তার কানের দুল খোলার চেষ্টার বিষয়টি টের পেয়ে চোরের হাত চেপে ধরে চিৎকার দিলে দৃর্বৃত্তরা বের হয়ে যায়। পরে তাদের ঘরে  থাকা ৫ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া যায় বলে জানান পরিবারের সদস্যরা।

কচুয়া থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন,  বিষয়টি জেনে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন