বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করে নিষিদ্ধ পলিথিন ও খোলা বাজারে পেট্রল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদন্ডাদেশ দেন। সেই সাথে তাদেরকে সরকারি নির্দেশ মানার জন্য নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশ অমান্য করে উপজেলা সদর বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনে মিষ্টি বিক্রি করে আসছিল। রবিবার দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই দোকান থেকে ৫০০ পিচ পলিথিন জব্দ করে নষ্ট করা হয় ও দোকানের মালিক গৌর সুন্দর ঘোষের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে খোলা বাজারে পেট্রল বিক্রি করায় আসলাম বিশ্বাসের নিকট থেকে পাঁচ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে তাদেরকে সরকারি নির্দেশ মানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন