শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২
বিচারের দাবিতে বিক্ষোভ

মোরেলগঞ্জের জিউধরায় ৬০ বিঘার একটি মৎস্য ঘের অবৈধ দখলে

মোরেলগঞ্জ প্রতিনিধি

‘জমি যার ঘের তার দাবি মোদের একটাই নিজের জমিতে ঘের করতে চাই’ এ স্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন প্রকৃত জমির মালিকেরা। তারা অবৈধ ঘের দখলদারদের হাত থেকে ফিরে পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রবিবার বেলা ১২ টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে ৬০ বিঘার একটি মৎস্য ঘের স্থানীয় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় কতিপয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অর্ধশতাধিক পরিবার। একই দিন ঘেরের জমির মালিকদের পক্ষে হাসান শিকদার বাদি হয়ে সেনা ক্যাম্পে ১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ সময় ওই চিংড়ি ঘেরের জমির মালিক হাসান শিকদার, আলতাফ মোল্লা, মোকছেদ মোল্লা, মজিববর হাওলাদার, দেলোয়ার মল্লিক, আবু তাহের হাওলাদার, সুমা বেগম, নার্গিস বেগম, নুপুর বেগমসহ একাধিকরা বলেন, গত ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের ফলে পরেরদিন সকালে স্থানীয় ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব শত্রুতার জের ধরে জিউধরা গ্রামে ৬০ বিঘার ওই মৎস্য ঘেরটি থেকে জোরপূর্বক জাল ফেলে বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতির ২০ লাখ টাকার মাছ ধরে নিয়ে ঘেরটি দখলে নেয়। এর পর থেকে ওই ঘেরের জমির মালিক ২০ টি পরিবার প্রভাবশালীদের হুমকি, ভয়ভীতিতে রয়েছে। কোথাও কোন অভিযোগ দিতেও সাহস পায়নি। ঘের দখলের ৪৭ দিন পরে সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছেন তারা। এ ঘটনায় ঘের মালিকেরা তাদের জমিতে ঘের করার দাবি জানিয়ে একই সাথে অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা পেতে তারা উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন