শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রামপালে সন্ত্রাসীদের হামলায় বৃদ্ধা আহত

রামপাল প্রতিনিধি

রামপালের সিকিরডাঙ্গায় সন্ত্রাসী যুবকের হামলায় বৃদ্ধা আনজিরা বেগম (৫৫) আহত হওয়ার ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আহতের ছেলে জুয়েল শেখ।

জানা গেছে, উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের রুস্তুম আলী শেখের সাথে একই এলাকার মৃত আ. হাকিমের ছেলে মুন্না শেখদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে রুস্তুম আলীর স্ত্রী আনজিরা বেগমকে কয়েক দফা মারপিট করে। স্থানীয় শালিসির মাধ্যমে কয়েকবার মিমাংশা করা হয়। এরপরে গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) অনুমান বেলা পৌনে ১ টার সময় আবারো স্থানীয় মুন্না শেখ, বাবুল গাজী ও মনি শেখ রুস্তুম আলীদের বাড়ীতে প্রবেশ করে। এ সময় বৃদ্ধা আনজিরা তার পৌত্রকে আনতে বাড়ীর বাইরে যাচ্ছিল। পথে পুকুর পাড়ে গতি রোধ করে স্থানীয় আকরাম শেখের হাতে থাকা কুড়াল কেড়ে নিয়ে আনজিরাকে কোপ দেয়। আনজিরা ঠেকালে তাকে মুন্না, বাবুল গাজী ও মনি শেখ লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে পুকুরে ফেলে দেয়। বৃদ্ধা পুকুর থেকে ওঠার চেষ্টা করলে তাকে আরও জোরে পেটাতে থাকে। ওই সময় তার ডাকচিৎকারে লোকজন ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে কথা হলে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন