শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফেরিতে অতিরিক্ত টোল আদায় করায় আদায়কারীর ১৫ দিনের কারাদন্ড ও জরিমানা

মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. তারিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের অভিযোগের প্রেক্ষিতে মোংলা বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় ফেরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মোংলা ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পাওয়ায় মোংলা ফেরির টোল আদায়কারী সুশান্ত রায়কে (৪৮) ২০,০০০ টাকা জরিমানা করেন। সুশান্ত রায় মৃত অনিল রায় ছেলে।

এছাড়া, একই অপরাধের পুনরাবৃত্তি করায় ফেরির টোল আদায়কারী সুশান্ত রায় কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। টোল আদায়কারী সুশান্ত রায় বর্তমানে মোংলা থানা হেফাজতে রয়েছে। আগামীকাল তাকে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম আজিজুল ইসলাম।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম মোংলা ফেরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পাওয়ায় মোংলা ফেরির টোল আদায়কারী সুশান্ত রায়কে ৪৫০০০ টাকা জরিমানা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. তারিকুল ইসলাম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন